সুগার মিলে মসজিদ নির্মান কাজের উদ্বোধন
নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের পাবনা সুগার মিলে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ এমপি।
পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, জিএম কৃষি এ এম আল ইমরান, জিএম প্রশাসন দিলীপ কুমার, জিএম অর্থ জামাল হোসেন, জিএম কারখানা আকমল হোসেন, সিবিএ সভাপতি আরিফুর রহমান, সাধারন সম্পাদক আহাম্মদ ঈদ, সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার,সাধারন সম্পাদক বকুল সরদারসহ মিলের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ সরকারের আমলে উন্নয়ন হয় আর বিএনপি জামায়াত সরকারের আমলে হয় লুটপাট। পাবনা সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীদের নামাজের কথা চিন্তা করে ৩০ লক্ষ টাকা ব্যায়ে মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে আগামাীতে আরও উন্নয়ন করা সম্ভব হবে। এ মসজিদের উন্নয়নের জন্য তিনি সকলের সাহায্য সহযোগিতা এবং একই সাথে মিলের উন্নয়নের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
নিউজবাংলা/একে