নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

এলজিআরডির আওতায় প্রায় ২৯ লক্ষাধিক টাকা ব্যায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

আজ দুপুরে ১টায় পানি সম্পদ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ওই ভবনটির উদ্বোধন করেন।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা নিবার্হী প্রকৌশলী নুরুজ্জামান সরকার প্রমূখ।

দ্বিতল ভবনটি নির্মানের ফলে ওই বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবেন বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

নিউজবাংলা/একে