নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

জাহাঙ্গীর আলম:

ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্তর এলাকায় কাবার ভ্যানের ধাক্কায় একজন মহিলা নিহত ও ২ জন আহত হয়েছে।

জানা যায়, ২৯ আগষ্ট শনিবার দুপুরে যমুনা হাইওয়ে রোডে রাস্তা পাড় হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাবার ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও দুইজন গুরুত্বর আহত হয়। নিহত ব্যক্তি কালিহাতী উপজেলার বিনোদ লুহুরিয়া গ্রামের আয়নাল শেখের স্ত্রী হারেজা বেগম (৬৫)। আহতদের টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবার ভ্যানটি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘাতক কাবার ভ্যানটি বঙ্গবন্ধু সেতু পূর্বথানা পুলিশ আটক করে। যার নাম্বার ঢাকা মেট্রো- অ-১১১৪২৭।

 

নিউজবাংলা/একে