মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওরে কাঁচামাল বোঝাই ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া এলাকার মকবুল মিয়ার ছেলে তৈয়বুর রহমান (৩৫) ও একই এলাকার জহুর সরদারের ছেলে আলাল সরদার (৪০)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরামুজ্জামান জানান, খুলনার ডুমুরিয়া এলাকা থেকে ছেড়ে আসা ঢাকার যাত্রাবাড়িগামী কাঁচামাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৩৩১৩) শনিবার রাত সাড়ে ১০টার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের ছাদে থাকা দু’জন কাঁচামাল ব্যবসায়ী নিহত হন। আহত হন অপর দুই ব্যবসায়ী রুহুল আমিন ও সাইদুর রহমান। ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে যায়।