নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:

ঢাকা: ভারত যদি আমাদের সাধারণ মানুষের উপর গুলি চালায় তাহলে পাকিস্তান যোগ্য জবাব দেয়া হবে। যদি যুদ্ধ করতে বাধ্য করা হয়, তাহলে সেটাও ভালোভাবে করতেই পাকিস্তান প্রস্তুত।

শনিবার ইসলামাবাদে একথা বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
এএফপিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ‘যে কোনো পর্যায়ে গিয়ে আমরা এ পরিস্থিতির মোকাবিলা করবো। যদি যুদ্ধ করতে বাধ্য করা হয়, তাহলে সেটাও ভালোভাবে করতেই পাকিস্তান প্রস্তুত।’
তিনি এও বলেন, ‘ভারত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করছে এবং আবারো আগ্রাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। আর এতে আমরা আমাদের মাতৃভূমি রক্ষার জন্য প্রয়োজনে সবকিছু করবো। যে আক্রমণ হবে ১৯৬৫ সালের যুদ্ধের চেয়েও বেশি ক্ষতিকর।’
এ ইস্যুটি আগামী মাসে জাতিসংঘের সম্মেলনে পকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তুলবেন বলেও তিনি জানান।
এদিকে এনএসএন বৈঠক বাতিল হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানে মৃত্যু হয় ১৩ জনের। আহত প্রায় ৪০ জন। এছাড়া পাকিস্তানের গুলিতে ভারতের চার নাগরিকেরও মৃত্যু হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে কাশ্মীর দখল নিয়ে দুই দেশ দু’বার যুদ্ধে লিপ্ত হয়। আবারো সীমান্তের পরিস্থিতি অশান্ত হয়ে পড়েছে।

নিউজবাংলা/একে