নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ঢাকা: বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিতে গত পাঁচ বছরে সরকারের ৮০ কোটি টাকা খরচ হয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের ১৪১টি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে কমিটি।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ারেসাত হোসেন বেলাল, এনামুল হক, আ ক ম বাহাউদ্দীন ও মো. ছানোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, সুনির্দিষ্ট কারণ ছাড়াই বেড়েছে পিঁয়াজের মূল্য। ঈদকে সামনে রেখে আরো বাড়বে বলে আশঙ্কা করছেন ভোক্তারা। এ নিয়ে অনির্ধারিত আলোচনা উত্থাপন করেন কমিটির সদস্যরা। তারা পর্যাপ্ত মজুদ সত্ত্বেও কেন দাম বাড়ছে এবং এক্ষেত্রে কোন ব্যবসায়ী সিন্ডিকেট কাজ করছে কি না তা জানতে চান।
জবাবে বাণিজ্য সচিব সিন্ডিকেট ব্যবসার আশংকা নাকচ করে দেন। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে দাম বৃদ্ধির কোনো কারণ নেই। তারপরও মন্ত্রণালয় এবিষয়ে প্রয়োজনী পদক্ষেপ নিয়েছে। টিসিবিকে সক্রিয় করা হয়েছে। মজুদ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত কার্যপত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো তথ্যে উল্লেখ করা হয়েছে, বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে সরকারের প্রায় ৮০ কোটি টাকা খরচ হয়েছে। বিগত ৫ অর্থ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের ১৪১টি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।
কার্যপত্রে বলা হয়েছে, ২০১০-১১ অর্থ বছরে ২৩টি মেলায় ১২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ১৭৯ টাকা, ২০১১-১২ অর্থ বছরে ২৮টি মেলায় ১৫ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৩২১ টাকা, ২০১২-১৩ অর্থ বছরে ২৯টি মেলায় ১৭ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৪০৮ টাকা, ২০১৩-১৪ অর্থ বছরে ২৮টি মেলায় ১৪ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২০২ টাকা এবং ২০১৪-১৫ অর্থ বছরে সর্বোচ্চ ৩৩টি মেলায় ১৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৬৬৪ টাকা খরচ হয়।
বাণিজ্য মেলার আয়োজক দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, রাশিয়া, সুইডেন, বেলজিয়াম, ইটালী, স্পেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জাপান, সিংগাপুর, সংযুক্ত আরব আমিরাত (ইউআই) দুবাই, ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, নেপাল, মায়ানমার, ব্রাজিল, ভিয়েতনাম ও মেক্সিকো উল্লেখযোগ্য।

নিউজবাংলা/একে