নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ঢাকা: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশ থেকে ২০০ বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। আনবার প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সেখানে আইএসআইএল সন্ত্রাসীরা মানবতাবিরোধী অপরাধ করে আসছে।

তারই অংশ হিসেবে এসব বেসামরিক মানুষকে অপহরণ করা হয়েছে। খবর রেডিও তেহরান।
স্থানীয় এক কর্মকর্তা আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়াকে জানান, আইএসআইএল বিরোধী বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেয়ায় এসব মানুষকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
এদিকে, মসুলের কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি বা কেডিপি’র মুখপাত্র সাঈদ মামুজিনি জানিয়েছেন, শহরটিতে আইএসআইএল সন্ত্রাসীরা দুই ডজনের বেশি মানুষকে গলা কেটে হত্যা করেছে।

অন্যদিকে, নেইনাভা প্রদেশে খোদ আইএসআইএল’র পাঁচ সন্ত্রাসীকেও তারা নিজেরাই হত্যা করেছে। এছাড়া, এ প্রদেশের খাজের জেলায় ইরাকি সেনা ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে ১৫ সন্ত্রাসীকে হত্যা করেছে আইএসআইএল।

নিউজবাংলা:/একে