নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:

ঢাকা: সানির স্বপ্ন পূরণ হতে চলেছে । প্রথমসারির অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পাননি, তবুও ভক্ত সংখ্যা কম নয় সানির। তবে খ্যতিমান নায়কদের বিপরীতে অভিনয়ের স্বপ্নটাও পূরন হচ্ছে তার।

নতুন ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন সানি লিওন।

অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মাধ্যমে বলিউডে নতুন এই জুটি উপহার দিচ্ছেন করণ জোহর। যদিও একটা ছোট চরিত্রে অভিনয় করবেন সানি। তবুও- ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুষ্কা শর্মা ও রণবীর কাপুরের মত তারকাদের সঙ্গে এক কাতারে অভিনয় তো কম কথা নয়।

সম্প্রতি অক্ষয় কুমারের ‘সিং ইজ ব্লিং’ ছবিতেও একটা ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন সানি। অ্যাডাল্ট কমেডি ‘মস্তিজাদে’ ছবিতে তুষার কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। সবমিলিয়ে বলিউডের প্রধান নায়কদের বিপরীতে কাজ করার স্বপ্নটা পূরনের পথেই।

 

নিউজবাংলা/একে