টাঙ্গাইলের এনজিও প্রধানদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচলকের মতবিনিময়
নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
টাঙ্গাইল সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচলক মোঃ নুরুন নবী তালুকদার এনজিও প্রধানদের শুধু ব্যবসা না করে সমাজ সেবায়ও কাজ করার আহ্বান জানিয়েছে।
তিনি আজ সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও প্রধানদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
তিনি এনজিও মালিকদের দরিদ্রদের স্বাস্থ্য-শিক্ষার উন্নয়ন,বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন ধরনের প্রশিক্ষন দিয়ে স্বাবলম্বী করে তুলতে এনজিও মালিকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশনসক মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও এনজিও প্রধানরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে