নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০১৭ সালে। মেয়াদ শেষ হওয়ার পর ওবামা কী করবেন? কী হবে তাঁর পেশা? নাকি শুধু শুয়েবসেই অবসর জীবন কাটিয়ে দেবেন?

এই সব প্রশ্ন ঘিরে আমেরিকায় এখন জোর জল্পনা চলছে৷ সেই জল্পনার কার্যত অবসান ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই৷

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে দেখা যেতে পারে অধ্যাপক ওবামাকে৷ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি বারাক ওবামাকে তাঁদের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার জন্য আহ্বান জানিয়েছেন৷ এই খবর সোশাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে যায়, মেয়াদ ফুরোনোর পর কি তাহলে অধ্যাপক হিসেবে দেখা যেতে চলেছে ওবামাকে? জল্পনা যে অনেকটাই সত্যি হতে চলেছে তার ইঙ্গিত দেওয়া হয়েছে হোয়াইট হাউস সূত্রে৷

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার শ্রদ্ধা আছে। ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ আছে তাঁর। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি কী করবেন, তা এখনও ঠিক করেননি।

হোয়াইট হাউসের এই বিবৃতি থেকে একটা বিষয়ে স্পষ্ট যে এখনও সিদ্ধান্ত না নিলেও অধ্যাপনার বিষয়ে আগ্রহ আছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ওবামার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একটি বিবৃতি দিয়ে বলেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে ওবামাকে তাদের এখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে৷

নিউজবাংলা/একে