নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

কুমিল্লা: কুমিল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে জিরা সুমন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সুমন কুমিল্লা শহরের অশোকতলা এলাকার শাহজাহান সাজুর ছেলে। পুলিশের দাবি সুমন একজন ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ ছিলো।

মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে কুমিল্লা সদরের পালপাড়া ব্রিজ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় গোয়েন্দা পুলিশের ৪ সদস্যও আহত হন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের একটি দল মাইক্রোবাসে করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান শেষে শহরের দিকে ফেরার পথে গোমতি নদীর ওপর পালপাড়া ব্রিজ এলাকায় ৮/১০ জন ‘ডাকাত’ হামলা চালায়। এতে মাইক্রোবাসের সামনের কাচ ভেঙ্গে যায়।

এ সময় ডাকাতরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর ডাকাত দলের ২ সদস্য গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ওই ২ জনসহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়াসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

পরে গুলিবিদ্ধ ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে আটকদের কাছ থেকে ৩টি এলজি, ১টি রিভলবার, ১টি ছোরা, ১টি রড ও ৫টি মুখোশ উদ্ধার করা হয়।

নিহত সুমনের বিরুদ্ধে বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

 

নিউজবাংলা/একে