নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে অস্ত্র ও গুলি সহ দুইজনকে আটক করেছে র্যাব-১২ । মঙ্গলবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানা এলাকাধীন যমুনা রিসোর্ট এর দক্ষিণ পার্শ্বে জুস কর্নার স্থানে অভিযান চালিয়ে সামসুল (২১), সহিদুল্লাহ (১৫)কে একটি বেদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ আটক করছে র্যাব ১২।