নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে অস্ত্র ও গুলি সহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২ । মঙ্গলবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানা এলাকাধীন যমুনা রিসোর্ট এর দক্ষিণ পার্শ্বে জুস কর্নার স্থানে অভিযান চালিয়ে সামসুল (২১), সহিদুল্লাহ (১৫)কে একটি বেদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ আটক করছে র‌্যাব ১২।

র‌্যাব-১২ এর তিন নম্বর কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, র‌্যাবের একটি টহল দল মঙ্গলবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যমুনা রিসোর্ট এলাকায় অভিযান চালায়। এ সময় কালিহাতী উপজেলায় বেলটিয়া গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে সামসুল আলম (২১) ও খোদা বখশের ছেলে মো. শহিদুল্লাহ (১৫)কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি:মি: বিদেশী পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সামসুলের নামে কালিহাতিতে চাঁদাবাজী, সন্ত্রাস, অপহরণ ও ভাড়াটিয়া সন্ত্রাসী কাজে লিপ্ত সহ অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সামসুলের সহযোগি হিসেবে সহিদুল তার সকল কাজে সহযোগিতা করেন বলে তিনি জানান।

নিউজবাংলা/একে