সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
কক্সবাজার : কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় জেলেরা সমুদ্রসৈকতে একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় লাশটি শনাক্ত করা যায়নি।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলা/একে