পানছড়িতে বিদ্যালয় জাতীয় করণের দাবীতে সাংবাদিক সম্মেলন
নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:
মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় জাতীয় করণের দাবীতে আজ বুধবাার দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলন করেছে প্রতিষ্টানটির শিক্ষক ও অভিবাবকরা।
এসময় লিখিত বক্তব্য পাঠ করে শুনান প্রতিষ্টার সহকারী প্রধান শিক্ষক অলি আহম্মেদ। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পানছড়ি উপজেলা মুক্তিওযাদ্ধা কমান্ডার মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, সহকারী প্রধান শিক্ষক অলি আহম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা মেম্বার মোঃ রেিিজ আক্তার, মোঃ জব্বার প্রমূখ।
লিখিত বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক বর্তমান শিক্ষা বান্ধব প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৮০ সালে প্রতিষ্টিত বিদ্যালয়টি থেকে বিভিন্ন পরীক্ষায় এসেছে অভাবনীয় সাফল্য। এতে সাফল্যের পরও প্রতিষ্টানটি জাতীয় করণ করা হচ্ছে না। ২০১৩ সালে পাবলিক পরীক্ষায় উপজেলার সর্বোচ্চ ফল অর্জনকারী প্রতিষ্টান হিসাবে উপজেলা পরিষদ কতৃক পুরুস্কার গ্রহণ করেন। চাকমা, মারমা, বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের শিক্ষার্থীরা লেখা/পড়া করছে। প্রতিষ্টানটি উপজেলা সদর সংলগ্ন হওয়া সত্তেও এই প্রতিষ্টানটি মর্ডেল প্রতিষ্টান থেকে হয়েছে বঞ্চিত। অজ্ঞাত কারণে উপজেরা সদর এলাকা থেকে ৩ কিলোমিটার দুরের প্রতিষ্টানটি মর্ডেল বিদ্যালয় হিসাবে ঘোষনা করা হয়েছে। বর্তমানে প্রতিষ্টানটিতে রয়েছে প্রায় ১৩শত জন শিক্ষার্থী। এত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সকল সুবিধা থেকে হচ্ছে বঞ্চিত। সরকারী করণের জন্য নির্ধারিত সকল প্রকার মানদন্ড একমাত্র পানছড়ি বাজার উচ্চ বিদ্যালটির থাকায় এই প্রতিষ্টানটি সরকারী করণ করলে সকল সম্প্রদায় সুবিধা ভোগ করতে পারবে।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান বলেন, শিক্ষা প্রতিষ্টান পরিদর্শন করতে এসে ঢাকার টিম লাঁতের আধাঁরে চুরি করে পানছড়ি মর্ডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছে। যা অত্যান্ত নিন্দনিয়। সহকারী প্রধান শিক্ষক বলেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মর্ডেল করনের সময় (শুক্রবার) আমাদের বিদ্যালয়টি অজ্ঞাত করাণে বন্ধ করে রাখা হয়। অথচ পানছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়টি পাইলট ঘোষনার সুযোগ দেওয়া হয়েছে। উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্টানটি থাকার পরও কেন এই প্রতিষ্টানটি সরকারী করণ হলো না এমন প্রশ্নের উত্তর প্রধান শিক্ষক কোন উত্তর দিতে পারেনি। অপর দিকে প্রতিষ্টানটির কোন কমিটি নাই যার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে প্রশ্ন করলে এরও কোন উত্তর দিতে পারেনি।
উল্লেখ্য পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় জাতীয় করণের দাবীতে গত শুক্রবার বিকাল ৫টায় ও শনিবার সকাল ১১টায় শিক্ষা প্রতিষ্টানটির ছাত্র/ছাত্রী, সাধারণ জনগন, অবিভাবক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিরা অংশ গ্রহণে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এসময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরণের ফেইটুন শোভা পাচ্ছিল। এতে লেখা ছিল “কম খরছে লেখা/পড়া করতে চাই” “বিধি মোতাবেক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় জাতীয় করণ করতে হবে” “ বিগত ৩ বছরের ফলাফলে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ফলাফল উপজেলার র্শীষে” “ বিধি ভর্হিভূত ভাবে সরকারী করণ চলবে না”।
নিউজবাংলা/একে