নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

মো শাবিব হোসেন, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে জয়নাল আবেদীন(৫০)নামক একজনের মৃত্যু হয়েছে।

 

বুধবার সকাল ১১ টায় নগরীর মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জয়াল আবেদীন মতিহার থানার মির্জাপুর এলাকার আশরাফুল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও জয়নাল মির্জাপুর এলাকায় তার নিজের কাঠের দোকান খোলেন। এসময় সকাল ১১টায় হঠাৎ করে বিদ্যূৎস্পৃষ্ট হলে তিনি মাটিতে পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিউজবাংলা/একে