মেষ: দুর্জনের অপচেষ্টা দমন করে অগ্রগতি। প্রাচীন সম্পত্তির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।
বৃষ: বৈষয়িক লাভ ত্বরান্বিত হতে পারে। কর্মে সংস্থাগত পরিবর্তনের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। মামলায় ফল অনুকূলে না-ও যেতে পারে।
মিথুন: রূঢ় সত্য কথায় আত্মীয়বন্ধুও বিরূপ হতে পারেন। উদাসীনতায় উপার্জন বৃদ্ধির সুযোগ হাতছাড়া হতে পারে। পিত্তথলির সমস্যায় ক্লেশ।
কর্কট: আকস্মিক বাধায় নতুন কর্মোদ্যোগ ধাক্কা খেতে পারে। শত্রুরা নানা ভাবে বিব্রত করার চেষ্টা করবে। স্বাস্থ্যের কারণে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
সিংহ: বহু শ্রম ও অধ্যবসায়ে কার্যসিদ্ধি। মামলার ফল অনুকূলে যেতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতার অভাবে আর্থিক অর্থসঙ্কটের আশঙ্কা।
কন্যা: শত্রুভাবাপন্ন কর্তার কূট চালে কর্মক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হতে পারে। চারুকলায় দক্ষতার সূত্রে বাড়তি উপার্জন। প্রেমপ্রণয়ে জটিলতা থেকে মানসিক অস্থিরতা বাড়বে।
তুলা: স্থির বুদ্ধি ও অবিচল সিদ্ধান্তে পারিবারিক ঐক্য রক্ষার চেষ্টায় সাফল্য। পরোপকারের পাল্টা টিটকারি শুনতে হতে পারে। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনায় বাধা।
বৃশ্চিক: অতিরিক্ত উত্তেজনায় শরীর ও মনের ক্ষতির আশঙ্কা। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মনান্তর। মহৎ কাজে বাড়তি ব্যয়।
ধনু: ব্যবসায় বাড়তি বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। পারিবারিক দায়িত্ব পালন নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্য। শ্লেষ্মাধিক্য ও জ্বরাদি পীড়া ভোগাবে।