ঢাকা: গত জুলাই মাসে মাদাগাস্কারের লা রিইউনিয়ন দ্বীপে প্রাপ্ত বিমানের ধ্বংসাবশেষের একটি অংশ নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ ৩৭০ এর বলেই নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ।
ওই ধ্বংসাবশেষটি এমএইচ ৩৭০ এর একটি ডানার অংশবিশেষ।
আরো ধ্বংসাবশেষ পাওয়ার আশায়ও ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ২৩৯ জন যাত্রী নিয়ে উড়াল দেওয়ার ঘন্টাখানেক পরই লাপাত্তা হয়ে যায় বিমানটি। বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিল চীনা নাগরিক।