ঢাকা: বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে মানে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আবারও জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে। আর সেই নির্বাচন অবশ্যই হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কারণ বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। আর জনগণও এই সরকারকে মানে না।
মাহবুবুর রহমান বলেন, জাতি আজ দুর্বিষহ অবস্থার মধ্য জীবন যাপন করছে। চারিদিকে শুধু রক্তক্ষরণ। এই প্রেক্ষাপট থেকে জনগণ মুক্তি চায়। আর এই অবস্থার সৃষ্টি হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি একটি অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে।
তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের রুখতে দেশের জনগণকেই রাজপথে দাঁড়াতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।