নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

ঢাকা: সানি লিয়নের কন্ডোমের বিজ্ঞাপন ধর্ষণকে প্রশ্রয় দিচ্ছে। দিনকয়েক আগে সিপিআই নেতার এই উত্তি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। ওই মন্তব্যের বিরোধিতা করেছিলেন অনেকেই। সেই বিজ্ঞাপন নিয়ে এবার মুখ খুললেন সানি লিয়ন নিজেই।

 

 

গতকাল সানি লিয়ন একটি টুইট করেছেন। লিখেছেন, যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা যখন সানির জন্য তাঁদের সময় ও এনার্জি নষ্ট করেন তখন তা বেশ দুঃখজনক ব্যাপার।

ইতিমধ্যে অবশ্য সিপিআই নেতা অতুল অঞ্জন তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আমি ক্ষমা চাইছি। কিন্তু, আমি এই ধরনের বিজ্ঞাপনকে মোটেই সমর্থন করি না। সঙ্গে তিনি এও জানিয়েছেন, তিনি কন্ডোমের বিরোধী নন। কিন্তু, সানি লিয়নের ওই বিজ্ঞাপনটি ভালগার। বিজ্ঞাপনের ভাষাও তাঁর পছন্দ নয়।

 

নিউজবাংলা/একে