নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
ঢাকা: বিংশ শতাব্দী থেকে আজ পর্যন্ত তার মত বড় বিজ্ঞানীর আবির্ভাব ঘটেনি । পদার্থ বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত নিউটনিও ধারণার আমূল পরিবর্তন করে আধুনিক চিন্তার বিকাস ঘটান যিনি , তিনিই স্যার আলবার্ট আইনস্টাইন । তার চিন্তার সূত্র ধরেই আধুনিক বিজ্ঞান এগিয়েছে , এখনও পৃথিবীর তাবৎ বিজ্ঞানীদের কাছে তিনিই পথ প্রদর্শক । সেই বিজ্ঞানীর তত্ত্ব যখন সাধারন মানুষের কাছে দুর্ভেদ্য কিন্তু তার সাধাসিধে জীবন মানুষের কাছে অনেক সহজ সরল । আইনস্টাইন তার জটিল তত্ত্ব অনেক মজার মজার ঘটনা দিয়ে উপস্থাপন করতেন । তেমনি মজার মজার সব ঘটনা নিয়ে আজকের এই বিজ্ঞান প্রতিবেদন দেখুন প্রথম পর্ব।
