নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

ঢাকা: যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। এর মাধ্যমে পৃথিবীর সকল প্রান্তের মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারছি। এখানে আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন অনুভূতির কথা ব্যক্ত করছি। অনেকে নিজেদের সম্পূর্ণ জীবন ফেসবুকের সাথে শেয়ার করছে।

 

কিন্তু এতে আমাদের কতটা বিপদ হতে পারে তা কি আমরা কখনও ভেবে দেখেছি?

আমরা বিভিন্ন মাধ্যমে যে পোস্ট শেয়ার, টুইট, লাইক ও কমেন্ট করি তা আমাদের ব্যাপারে অনেক তথ্য জানিয়ে দেয়। আমরা নিজেরাও জানিনা আমরা কতটুকু সকলের শেয়ার করছি।

বিভিন্ন ধরণের তথ্য যেমন- লিঙ্গ, সম্পর্কের অবস্থা, বাবা-মা তালাকপ্রাপ্ত কিনা, আপনি ধূমপায়ী ও মদ্যপ কিনা, আপনার ধর্ম ও রাজনৈতিক দৃষ্টিকোণ ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। সম্প্রতি স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট পরিচালিত এক গবেষণায় এই তথ্যগুলো উঠে আসে। রেকন প্রাতিষ্ঠানিক ব্যবহারের সহকারী অধ্যাপক মিখল কসিন্সকি জানান, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বৈশিষ্ট্যগুলো খুব সহজেই সামাজিক মাধ্যমের দ্বারা প্রকাশ পায়। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে তা আরও বেশী প্রকাশ পায়।

তাদের গবেষণার মাঝে সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল যে, আপনার লাইকের উপর ভিত্তি করে জানা যাবে আপনার বাবা-মা তালাকপ্রাপ্ত কিনা। আপনি ফেসবুকে কি লাইক করছেন তা আপনার মা-বাবার সম্পর্কের সাথে কীভাবে জড়িত তা ভাবতেই আশ্চর্য লাগে। তবে এখানে তাদের কথা বলা হয়েছে যাদের বয়স ৪০ থেকে ৫০ এর কৌঠায়। তাদের মা-বাবার যদি কখনও বিবাহ-বিচ্ছেদ হয়ে থাকে তাহলে তাদের লাইকের মাধ্যমে তা সহজেই জানা সম্ভব।

যারা সামাজিক মাধ্যম অনেক বেশি ব্যবহার করেন তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। খবরটি অনেক ভীতিকর হলেও আপনার ব্যক্তিগত অনেক তথ্য আপনার লাইকের মাধ্যমে জানা যাচ্ছে।

তারা আরও দেখতে পান, মানুষ তার বাস্তব জীবনে যেভাবে থাকেন সামাজিক মাধ্যমে তার তুলনায় অনেক পার্থক্য থাকে। সে নিজেকে কখনও সম্পূর্ণ বাস্তবরূপে প্রদর্শন করেন না। হয়ত এ কারণে আমাদের বাস্তব রূপ বোঝার জন্য আমাদের লাইক, কমেন্ট এর উপর নজর রাখা হচ্ছে।–সূত্র: মেট্রো।

নিউজবাংলা/একে