রোববার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৬ সেপ্টেম্বর) খুলনা যাচ্ছেন। এদিন তিনি খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন (কিল লেয়িং) করবেন। এছাড়া, প্রধানমন্ত্রী মংলায় নির্মিত তিনটি জাহাজের উদ্বোধন শেষে নৌবাহিনীতে সংযুক্ত (কমিশনিং) করবেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে সাজসাজ রব পড়েছে খুলনায়।
নৌ-বাহিনী সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেলা ১১টায় মংলার নৌ-ঘাঁটিতে বানৌজা খানজাহান আলী, বানৌজা সন্দ্বীপ ও বানৌজা হাতিয়া কমিশনিং করবেন। দুপুর ১টা ২৫ মিনিটে শিপইয়ার্ডে দুটি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণ কাজ ও একটি কনটেইনার ভেসেলের উদ্বোধন করবেন।
নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব দু’টি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে, দু’বছর পর দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের সভাপতিকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে প্রতিদিনই নগরীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের আনন্দ মিছিল, বর্ণাঢ্য ৠালি, মতবিনিময়, প্রস্তুতি সভা, আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকলেও দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মোড়ে মোড়ে ও প্রধান প্রধান সড়কে তৈরি করেছেন তোরণ। টানিয়েছেন ডিজিটাল প্যানা সাইনবোর্ড ও বিলবোর্ড।
এর আগে, ২০১৩ সালের ২৪ জানুয়ারি খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত জনসভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজবাংলা/একে