নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:

বাসাইল(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সদস্য ও টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক গণবিপ্লবের বাসাইল প্রতিনিধি কামাল খানের মাতা ময়মনা খানম (৭৫) ইন্তিকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটের সময় নিজ বাসভবন কাঞ্চপুর দক্ষিন পাড়ায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, গত দুইমাস পূর্বে বাড়ীতে কাজ করার সময় হাঠাৎ মাটিতে পড়ে গিয়ে ডান পায়ের হাড় ভেঙ্গে গেলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন। গত কয়েকদিন আগে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে যায়। বাড়ীতে চিকিৎসারত অবস্থায় আজ শুক্রবার দুপুরে তিনি ইন্তেকাল করেন । বাদ-মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

নিউজবাংলা/একে