টাঙ্গাইলে বন্যা দুর্গত সাড়ে চারশ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
বিভাস কৃষ্ণ চৌধুরী:
টাঙ্গাইলে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় সাড়ে চারশ’ পরিবারের মাঝে চাল,ডাল, চিনি, তেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন স্বদেশ রঞ্জন সাহা, লায়ন শরিফুল ইসলাম রিপন, লায়ন আবুল কালাম মোস্তফা লাবু ও জাহিদ মাহমুদ।
নিউজবাংলা/একে