নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:

মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করেন।

দ-প্রাপ্তরা হলেন- উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের মাজেদ হোসেনের ছেলে খন্দকার আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আন্না বেগম, গোড়াই হলিদ্রাচালা গ্রামের আক্কাছ আলীর ছেলে মাসুদ রানা ও মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের শওকত আলীর ছেলে আজিজুল ইসলাম।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকতারুজ্জামান তাদের গোড়াই ক্যাডেট কলেজ, নাজিরপাড়া ও সদরের পুষ্টকামুরী গ্রাম থেকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা রাজ্জাককে এক বছরের জেল ও স্ত্রী আন্না বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই আদালত মাসুদকে এক বছরের কারাদ- দেন।

অন্যদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ মাদক দ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে আজিজুল ইসলাম নামে অপর মাইক্রোবাস চালকে ছয় মাসের কারাদ- দেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্বামী স্ত্রীসহ চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে।

নিউজবাংলা/একে