নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: রাজধানীর মুগদার মানিকনগরে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে মানিকনগরের ৩৫/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ অভিযোগের ভিত্তিতে নিহত তানজিলা রহমান বিনতির (৩০) স্বামী শাহালম সোহাগকে আটক করেছে।
নিহতের ছোটো মামা ফরহাদ হোসেন বাংলামেইলকে জানান, ২০১০ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পরে থেকেই দুজনের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে শাহালম তার ভাগ্নির পেটে লাথি মারে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো জানান, সিয়াম নামে তানজিলার পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে। সে আমাদের জানিয়েছে গতকাল রাতে তার মাকে তার বাবা অনেক মেরেছে। অন্তঃসত্ত্বা তানজিলাকে এভাবে মারার কারণেই সে মারা গেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শাহালম সোহাগ। তিনি জানান, রাতে ঘুমের মধ্যে তার ছেলে সিয়াম মায়ের পেটে লাথি মারলে তানজিলা অজ্ঞান হয়ে পড়ে। রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তানজিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শাহালমকে আটক করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক।
মুগদা থানার এসআই ফরিদ উদ্দিন ওরফে আবেদ বাংলামেইলকে জানান, আমরা অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামীকে আটক করেছি। ময়নাতদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

নিউজবাংলা/একে