নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
বাসাইল টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের বাসাইলে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষ্যে বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বিনামূল্যে সেক্স ফেরোমিন ফাঁদ বিতরণ করে ।

ডিজিটাল মেলা উদ্ধোধন শেষে শতাধিক কৃষককে বিষ মুক্ত সবজি আবাদ বৃদ্ধি করণের লক্ষ্যে কৃষকদের উৎসাহ বৃদ্ধি করা হয় । আজ সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিণার চত্বরে আয়োজিত এ মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমীন। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমূল আহসান, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রাসেদা সুলতানা (রুবি) উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন ,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক , পল্লী বিদ্যুত সমিতি বাসাইল জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল আমীন চৌধুরী প্রমূখ।

নিউজবাংলা/একে