মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর): দীর্ঘদিন সংস্কারের অভাবে ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার মিনারগাঁ-ছাগলদী সড়কের মাত্র দুই কিলো মিটার সড়ক খানা-খন্দে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।
নগরকান্দা সদর থেকে সালথা উপজেলায় যাওয়ার একমাত্র সড়কটির মধ্যে নগরকান্দা পৌরসভার আওতায় মাত্র দুই কিলো মিটার সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগি হয়ে যাওয়ায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। সড়কে বড় বড় গর্ত ও খানা-খন্দ তৈরী হওয়ায় বিভিন্ন যানবাহন চলতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। তবু এলাকার অসহায় মানুষ অনেকটা বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে। নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা কৃষি প্রধান এলাকা হওয়ায় বিভিন্ন উৎপাদিত কৃষি পন্য বিক্রি করার জন্য যানবাহনে করে হাটে নেওয়ার সময় মিনারগাঁ- ছাগলদী সড়কের খানা-খন্দে গাড়ি উল্টে কৃষি পন্য নষ্ট হচ্ছে। আর্থিক ভাবে লোকসানের শিকার হচ্ছে এলাকার কৃষক। সেই সাথে ভোগান্তির সীমা নেই। সড়কের বেহাল দশার কারনে এলাকার শিক্ষার্থীরা সময় মত স্কুল কলেজে যেতে পারছে না। অনেক সময় কাদা পানিতে শিক্ষার্থীদের পোশাকসহ বই খাতা নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার বয়স্ক মানুষ সড়কের খানা-খন্দে পড়ে কোমড়, হাত অথবা পা ভেঙ্গে পঙ্গু হয়েছে অনেকেই। নগরকান্দা উপজেলা সদর থেকে সালথা উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়কের মাত্র দুই কিলো মিটার সড়কের এ বেহাল দশার কারনে বিভিন্ন ভাবে কষ্টে আছে প্রায় ৫ লাখ মানুষ। নগরকান্দা-সালথা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রচেষ্টায় নগরকান্দা-সালথার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এ এলাকার সাধারন মানুষেকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সড়কটি সংস্কার করা জরুরী বলে মনে করছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, নগরকান্দা পৌর সভার সাবেক মেয়র জাহিদ হোসেন খোকন মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় পৌর সভার উন্নয়ন মারাত্মক ভাবে বাধাগ্রস্থ হয়। অবশেষে ২০১৫ সালের ৬ মে তারিখে উপ নির্বাচনের মধ্য দিয়ে নগরকান্দা পৌর সভা রাজাকার মুক্ত ও অভিষাপ মুক্ত হয়। নগরকান্দা উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি, পৌর আওয়ামীলীগের সভাপতি ও অবসর প্রাপ্ত শিক্ষক রায়হান উদ্দিন মিয়া বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হওয়ায় এলাকার সাধারন মানুষের মধ্যে স্বপ্ন আশায় প্রত্যাশায় প্রাণ ফিরে এসেছে।। স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয়ে আনন্দিত এলাকাবাসি এখন অনেক বেশি আশাবাদি। নব নির্বাচিত মেয়রের হাত ধরে নগরকান্দা পৌর সভা সব বাধা পেরিয়ে উন্নয়নে বহু দুর এগিয়ে যাবে মনে করছেন সকলেই।
নগরকান্দা পৌরসভার নব নির্বাচিত মেয়র রায়হান উদ্দিন মিয়া বলেন, পৌর এলাকার মিনারগাঁ-ছাগলদী সড়কের বেহাল দশার কথা আমি আমার নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও নগরকান্দা-সালথার উন্নয়নের রূপকার আয়মন আকবর বাবলু চৌধুরীকে জানিয়েছি। তাদের আন্তরিক প্রচেষ্টায় খুবই অল্প সময়ের মধ্যে এ সড়কের টেন্ডার দিতে সক্ষম হয়েছি। আশা করা হচ্ছে, আবহাওয়া অনুকুল হলেই সংস্কারের কাজ শুরু করা হবে এবং যত দ্রুত সম্ভব কাজ শেষ করে জন সাধারনকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারবো।
নিউজবাংলা/একে