নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
ডিজিটাল মেলা ২০২১ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা মিলনায়তনে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উদ্বোধন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,বেসিস এবং গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে ইন্টারনেট এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য এ মেলার আয়োজন করা হয়। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করার প্রতিশ্র“ত দিলেও রাষ্ট্রীয় অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারনে মেলা উদ্বোধন করতে পারেন নাই। তার অনুপস্থিতিতে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া এ মেলার উদ্বোধন করেন।
মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন,সেলিম মালিথা,নেফাউর রহমান রাজু ,আনিসুর রহমান মোল্লা ও প্রেস ক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন কলেজ,মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এ সময় ডিজিটাল মেলার বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাহজেবিন শিরিন পিয়া বলেন, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। ২০২১ সালের মধ্যে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট সংযোগের আওতায় আসবে। এই লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে। মেলায় মোট ২০টি ষ্টল অংশ গ্রহন করে।

নিউজবাংলা/একে