নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের জন্য নতুন আচরণবিধি তৈরির উদ্যোগ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার রাজ্য সরকারের অস্থায়ী সচিবালয় নবান্নে জানান, ‘বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্য সরকারকে চিঠি দিয়ে এরকম আচরণবিধি তৈরির সুপারিশ করেছেন।’ কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য দিয়েছে।
সংবাদমাধ্যমটি দাবি করেছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে চলমান ‘অশান্ত’ অবস্থার প্রেক্ষাপটে আচার্য ঐ পরামর্শ দিয়েছেন। যদিও শিক্ষক-শিক্ষাকর্মীদের বড় অংশের দাবি, ‘শিক্ষাঙ্গনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই সরকার এ পরিকল্পনা করছে।’
পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ওয়েবকুটা-র সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ আনন্দবাজারকে জানিয়েছেন, ‘আচরণবিধি তো রয়েছে। আমরা সে সম্পর্কে ওয়াকিবহাল।কিন্তু আদর্শ আচরণবিধি মানার জন্য শিক্ষাঙ্গনে আদর্শ পরিবেশ জরুরি।’
বেতন দিই, তাই হস্তক্ষেপ করব— সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যয়ের এই মন্তব্য নিয়ে বিভিন্ন স্তরে বিতর্ক হয়েছে। আচরণবিধি থাকা সত্ত্বেও আর এক দফার প্রয়োজন কী? এমন প্রশ্নের জবাবে পার্থ চট্টপাধ্যয় বলেছেন, ‘রাজ্যপালের সঙ্গে দেখা করে বুঝতে চাইব, উনি কী চাইছেন। তার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
আনন্দবাজারের দাবি শিক্ষকদের একাংশ অবশ্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে অশান্তির জন্য মূলত শাসকদলের দিকেই আঙুল তুলছেন।
নিউজবাংলা/একে