ভূঞাপুরে পানিতে ৫টি সরকারি পুকুরের অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে
নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:
বিভাস কৃষ্ণ চোধরী:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রবল পানির কারণে সড়ক ভেঙ্গে ইজারা নেয়া ৫টি সরকারি পুকুর থেকে অর্ধকোটির টাকার মাছ ভেসে গেছে।
এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে পুকুর ইজারা নেয়া উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাছ ব্যবসায়ীরা।
জানা যায়, গোবিন্দাসী ইউনিয়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু পূর্ব-গোবিন্দাসী সড়কের পাশে ৫টি পুকুর ইজারা নিয়ে মাছ ব্যবসায়ীরা ২৬ একর জায়গায় ৫টি পুকুরে মাছ ছাড়ে। রোববার রাতে পানির প্রবল চাপে কষ্টাপাড়া এলাকায় পাঁকা সড়ক ভেঙ্গে যাওয়ায় ইজারা নেয়া সরকারি পাঁচটি পুকুর তলিয়ে গেছে। এছাড়া সড়ক ভেঙ্গে যাওয়ায় ৬টি গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে প্লাবিত হয়ে পুকুরের মাছ খাল, ডোবা-নালায়, ধান ক্ষেতসহ পার্শ্ববর্তি পুকুরে চলে গেছে। পানিতে ভেসে গেছে ৫টি পুকুরের ৫০ লক্ষাধিক টাকার মাছ।
বিবিএ’র পুকুর ইজারা নেয়া মিজানুর রহমান জানান, একদিকে ব্যাপক লোকসানের ভার অন্যদিকে বিবিএকে এ বছরের ইজারার টাকা পরিশোধ করতে গেলে ভিটেবাড়ি বিক্রি করতে হবে। এখন পথে বসা ছাড়া কোন উপায় নেই। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের উপ-সহকারি এস্টেট পরিচালক (এডি) শাহীন জানান, ব্যাপক লোকসান হলেও ইজারার টাকা মওকুফের কোন বিধান নেই। প্লাবিত হওয়া পুকুর সরেজমিনে পরিদর্শন করেছি। ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।
নিউজবাংলা/একে