নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:

 বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বাসাইল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে এসে শেষ হয়।

গত বুধবার(৯ সেপ্টেম্ব) দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি। এসময় অন্যান্যে’র মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল জোবেদা-রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ওয়াজেদ আলী খানশুর, বাসাইল পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সরকারি দপ্তরের ২৭টি স্টল অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলার সমাপ্তি ঘটবে।

 

নিউজবাংলা/একে