নিউজবাংলা- ১৩ সেপ্টেম্বর, রোববার:

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে আলহাজ (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার বৈঠাখালী (ছোট পাড়া) জামাল হোসেনের পূত্র।

তথ্য অনুসন্ধানে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক পোনে ৮টার দিকে পরিবারের লোকজনের উপর অভিমান করে বাড়ির পাশের সিংড়া-আত্রাই সড়কের একটি
গাছের ডালের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পেরণ করা হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজবাংলা/একে