ঢাকা: সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের মেয়ে আসামি ঐশী রহমানের স্বীকারোক্তি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত পুনরায় সাক্ষ্য দিলেন।
আজ বুধবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমদের কাছে তিনি এ সাক্ষ্য দেন।
মামলাটিতে এ সাক্ষী পূর্বে সাক্ষ্য দেওয়ার সময় কিছু কাগজপত্র এক্সিভিট করতে না পরায় রাষ্ট্রপক্ষের আবেদনে তাকে পুনরায় রিকল করেন ট্রাইব্যুনাল। আগামী ১ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলাটির অপর দুই আসামি হলেন, ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি ও আসাদুজ্জামান জনি। মামলাটির অপর আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি। নাবালক হওয়ায় অন্য আদালতে তার বিচার চলছে। মামলাটিতে খাদিজা আক্তার সুমি ও রনির জামিন হয়েছে।
মামলাটিতে ২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুয়াল খায়ের মাতুব্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন।