নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
ঢাকা: অধিনায়ক ইয়ান মর্গানের দারুণ ইনিংসে ভর করে চতুর্থ ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতায় ফিরেছে ইংলিশরা।
লিডসের হেডিংলেতে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করে অজিরা।
অথচ দলীয় ৩০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল দলকে টেনে নিয়ে যান। বেইলি ৭৫ ও ম্যাক্সওয়েল ৮৫ রান করে আউট হন। পরে ম্যাথু ওয়েড ২৬ বলে ৫০ রান করে ও জন হ্যাস্টিংস ২৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলে ৩টি, লায়াম প্লাঙ্কেট ২টি ও মঈন আলী ২টি করে উইকেট নেন।
