নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

ঢাকা: অধিনায়ক ইয়ান মর্গানের দারুণ ইনিংসে ভর করে চতুর্থ ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতায় ফিরেছে ইংলিশরা।

লিডসের হেডিংলেতে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করে অজিরা।

অথচ দলীয় ৩০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল দলকে টেনে নিয়ে যান। বেইলি ৭৫ ও ম্যাক্সওয়েল ৮৫ রান করে আউট হন। পরে ম্যাথু ওয়েড ২৬ বলে ৫০ রান করে ও জন হ্যাস্টিংস ২৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলে ৩টি, লায়াম প্লাঙ্কেট ২টি ও মঈন আলী ২টি করে উইকেট নেন।

৩০০ রানের টার্গেট নিয়ে ব্রাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। কোনো রান না করেই ফিরে যান ওপেনার হলস। তবে কম বেশী রান পান অন্য সব ব্যাটসম্যানই। তাতে জয়ের রাস্তা তৈরী হয়। তবে ইংল্যান্ডের জয়ের নাযক অধিনায়ক ইয়ান মর্গান। ৯২ বলে ৯২ রানের দারুণ ইনিংসটাই  ১০ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় এনে দেয়।

অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স ৪৯ রানে ৪ উইকেট নেন।

নিউজবাংলা/একে