নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:

ঢাকা: এম কে জামানের ‘কি জানি কি হয়’ ছবিতে অভিনয় করবেন কাজী মারুফ। এরইমধ্যে চূড়ান্ত কথাবার্তা শেষ হয়েছে মারুফের সঙ্গে।

দু’একদিনের মধ্যেই কাগজ কলমে চুক্তিবদ্ধ হবেন মারুফ। ছবিটিতে মারুফের সহশিল্পী হিসেবে কে অভিনয় করবে সেটা এখনো ঠিক হয়নি। তবে কিছুদিনের মধ্যেই অন্যান্য শিল্পী ঠিক করা হবে।

রোমান্টিক গল্পের এই ছবিটিতে মারুফ ছাড়া আরো অভিনয় করবেন ওমর সানী ও মৌসুমী। ঢাকা, কক্সবাজার এবং বান্দরবানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে।

এ প্রসঙ্গে এম কে জামান বলেন, ‘একসাথে দুইটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এখন চলছে ছবি দুইটির শিল্পী নির্বাচনের কাজ। ঈদের পরপরই ‘বিষাক্ত ইয়াবা’ নামের ছবিটির শুটিং শুরু করবো। ‘বিষাক্ত ইয়াবা’র শুটিং শেষ করে ‘কি জানি কি হয়’ ছবির শুটিং শুরু করবো।’

নিউজবাংলা/একে