নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

ঢাকা: প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মূলত, গত মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের টেস্ট সিরিজের স্কোয়াডটিই অপরিবর্তিত রয়েছে। শুধুমাত্র নিল ওয়াগনারের পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম।

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ব্ল্যাক ক্যাপসরা। এ সিরিজেই অ্যাডিলেডে প্রথমবারের মতো গোলাপী বলে ডে-নাইট টেস্ট অনুষ্ঠিত হবে। ব্রিসবেনে ৫ নভেম্বর প্রথম টেস্ট এবং পার্থে ১৩ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। আর ২৭ নভেম্বর বহুল প্রতীক্ষিত ডে-নাইট টেস্ট মাঠে গড়াবে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে ছিলেন না পেসার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। তবে ইনজুরি কাটিয়ে দু’জনই টেস্ট স্কোয়াডে ফিরেছেন। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে ইনজুরিতে পড়লেও দলে রয়েছেন রস টেইলর।

নিউজিল্যান্ড টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককলাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, টম লাথাম, হামিশ রাদারফোর্ড, কেন উইলিয়ামসন, রস টেইলর, জেমস নিশাম, বিজে ওয়াটলিং, লুক রঞ্চি, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

 

নিউজবাংলা/একে