টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা
নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল শহরের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের মাঝে মানু স্মৃতি সংসদের বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শতভাগ সাফল্য অর্জনের জন্য শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়।
মানু স্মৃতি সংসদের সভাপতি মোশারফ হোসেন খান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানু স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মুরাদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান মিরন, পৌরসভার কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
অনুষ্ঠানে ২০১৫ সালে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদেরকে মানু স্মৃতি সংসদের পক্ষ থেকে বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়।
নিউজবাংলা/একে