নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা: শ্রীলঙ্কার যুদ্ধাপরাধের বিচারে বিশেষ আদালত গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। তাদের যুক্তিমতে, ২৬ বছর স্থায়ী গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কা সরকার ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন তামিল টাইগার উভয় পক্ষই যুদ্ধাপরাধ করেছে। তবে ২০০৯ সালে যুদ্ধশেষের দিনগুলোতে মানবাধিকারের চরম লঙ্ঘন করে তারা।

 

 

বুধবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার যুদ্ধাপরাধের বিচারে নতুন আদালত গঠিত হলে বিদেশি বিচারক ও তদন্তকারীদের নিয়োগ দেওয়া হতে পারে।

এদিকে শ্রীলঙ্কা জাতিসংঘের এই উদ্যোগের বিরোধিতা করে, যেন যুদ্ধাপরাধের বিচারে কোনো আদালত গঠিত না হয়।

মানবাধিকার কাউন্সিলের এক হিসাবে দেখানো হয়েছে, শ্রীলঙ্কা সরকার তামিল টাইগারের বিদ্রোহীদের নিশ্চিহ্নে শেষ সময়ে চরম আঘাত করে। প্রায় ৪০ হাজার তামিল বিদ্রোহী হত্যার শিকার হয়।

এদিকে চলতি সপ্তাহে শ্রীলঙ্কার নতুন সরকার গৃহযুদ্ধের সময় সংগঠিত অপরাধের বিচারে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়ান কমিশন গঠনের ঘোষণা দেয়। বলা হয়, সামরিক বাহিনীর যেসব সদস্য যুদ্ধাপরাধে অভিযুক্ত তাদের বিরুদ্ধেও এই কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলা/একে