যে কারণে ভারত যাচ্ছেন ফারিয়া
নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র ফটোশুটের জন্য আগামীকাল সকালের ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া।
প্রথমেই কলাকাতা যাবেন তারপরে ফটোশুটের আয়োজন।
ফারিয়া ‘গাওয়া- দ্যা উইটনেস’ সিনেমায় অভিনয় করবেন বলিউডের অভিনতো ইমরান হাশমির বিপরীতে।
দেশের মিডিয়া ছাড়িয়ে ভারতের মিডিয়াগুলোও নুসরাত ফারিয়ার খবর আগ্রহের সাথে প্রকাশ করছে।
গাওয়া- দ্যা উইটনেস’ ছবিতে নুসরাত-হাশমি ছাড়াও অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক ও কলকাতার পায়েল সরকার। ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। তার আগেই মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর কলকাতা-ঢাকা প্রযোজিত ‘আশিকী’ চলচ্চিত্রটি।
নিউজবাংলা/একে