নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

সোমবার বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, আজহারুল্লাহ ভূঁইয়া ও আওসাফুর রহমান বুলু।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের দিকে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন। তার নেতৃত্বে আওয়ামী লীগ এ পর্যন্ত তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় আসে।
১৯৯৬ সালে তার নেতৃত্বে দীর্ঘ ২১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে চার-তৃতীয়াংশ আসনে বিশাল বিজয় অর্জনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠিত হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ের মাধ্যমে ১২ জানুয়ারি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।

নিউজবাংলা/একে