নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
শ্রীপুর (গাজীপুর): গাজীপুরে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় চুলার আগুন থেকে একটি কলোনির ৫০টির মতো ঘর পুড়ে গেছে।

সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টার দিকে ভোগড়া বাইপাস মোড়ের পশ্চিমপাশের ওই টিনশেডের ভাড়া কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ও টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল পড়ে গেছে।
এ সময় পাশে থাকা একই মালিকানাধীন মুন লাইট একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শামিমা নাসরিন জানান, অগ্নিকাণ্ডে স্কুলের আলমারি, বেঞ্চ ও কাগজ-পত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলোনির মালিক সাখাওয়াত হোসেন জানান, তিনি প্রায় আড়াই বছর আগে স্থানীয় ভুলু মিয়ার কাছে থেকে ভাড়া নিয়ে ৬০ কক্ষ বিশিষ্ট কলোনি তৈরি করেন। তিনি দাবি করেন, আগুনে ৫০টির মতো কক্ষ ও কক্ষের মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামন জানান, আগুনে ভাড়া বাড়ির ৩৫টির মতো কক্ষ পুড়েছে। তালিকা তৈরির পর প্রকৃত সংখ্যা বলা যাবে। চুলার আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তিনি।

নিউজবাংলা/একে