নিউজবাংলা – ২৮ সেপ্টেম্বর, সোমবার:
সাদ্দাম হোসেন ,টাকুরগাঁ প্রতিনিধি:
ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধি শিশুদেরকে হুইল চেয়ার, প্রতিবন্ধি পরিবাবের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ এবং গুনীজন সংবর্ধনা ও সন্মাননা প্রদান করেছে জাগ্রত মানবতা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
আজ বিকাল ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তি এলাকায় লাহীড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।
জাগ্রত মানবতা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলী আসলাম জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগের বালীয়াডাঙ্গী উপজেলার সভাপতি মোহাম্মদ আলী, ঢাকা মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সকারী অধ্যাপক আব্দুস ছালাম, বাংলাদেশ আ’লীগের ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, জাগ্রত মানবতা সংগঠনের উপদেষ্টা ভোলা নাথ চ্যাটার্জী, সহিদুর রহমান, আব্বাস আলী, মোজাহারুল ইসলাম, জিল্লুর রহমান, আবু হায়াত নুরুনবী, সমর কুমার চ্যাটার্জী, আনিসুর রহমান, রমজান আলী, সহ-সভাপতি জিৎ সিংহ (ছটকু), সাধারণ সম্পাদক লিটন পারভেজ প্রমুখ।
