নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ঢাকা: স্বাক্ষর হলো চুক্তি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র ভাণ্ডারে পাকাপাকিভাবে স্থান পেতে চলেছে চিনুক এবং অ্যাপাচি হেলিকপ্টার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার একদিন আগেই যুদ্ধপোযোগী হেলিকপ্টার কেনার এই চুক্তি স্বাক্ষর করল ভারত ও আমেরিকা।

সোমবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, চুক্তির ফলে আগামীদিনে ভারতের অস্ত্রভাণ্ডারে আরও ১১টি নতুন যুদ্ধপোযুক্ত হেলিকপ্টার আসবে। বাড়বে সেনার বহর।
নতুন এই চুক্তি স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে চীন ও পাকিস্তানের মতো দেশের কপালে। এদিনের চুক্তি বোঝালো আগামী বছরে ভারতের কাছে প্রধান অস্ত্র প্রেরক দেশ হতে চলেছে আমেরিকা। উল্লেখ্য, গত বুধবার নরেন্দ্র মোদির মার্কিন সফরের আগেই ভারতের ঘরে মোট ২২ টি অ্যাপাচি ও ১৫ টি চিনুক আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সেই সম্ভাবনাকেই স্বীকৃতি দিল। জানা গিয়েছে, প্রায় ২৫০ কোটি ডলারে কেনা হবে ওই যুদ্ধ হেলিকল্পটারগুলি। ভারতের ভাণ্ডারে থাকা বেশ কিছু পুরনো চপারের জায়গা নেবে এইসব নয়া হেলিকপ্টার। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত এটাই সবথেকে বড় চুক্তি। সাম্প্রতিককালে প্রতিরক্ষা বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক গাঢ় হয়েছে।

নিউজবাংলা/একে