নিউজবাংলা – ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: ভারতের আসাম রাজ্যের কলোহি নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৫০ জন যাত্রী নিখোঁজ হয়েছে।

সোমবার গৌহাটির কাছে নদীটির কামরূপ জেলা অংশে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি একটি নৌকাবাইচ দেখার উদ্দেশে যাত্রা করেছিল। পথে নৌকার ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং নৌকাটি একটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে ডুবে যায়।

নদীর প্রবল স্রোতের মধ্যেও সাঁতরে শ খানেক যাত্রী তীরে ফিরতে পেরেছেন। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, নৌকার ডেকের নিচে ২০ জনের বেশি যাত্রী আটকা পড়েছেন।

দুর্ঘটনার তিন ঘণ্টা পর ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ ফোর্স এবং রাজ্য ডিজাস্টার রেসকিউ ফোর্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কলোহি নদী ব্রহ্মপুত্রের একটি শাখা। সম্প্রতি বর্ষার বৃষ্টিপাতজনিত কারণে নদীটিতে প্রবল স্রোত বইছে।

 

নিউজবাংলা/একে