নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করছে কৃষক শ্রমিক জনতা লীগ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কালিহাতি বাসস্ট্যান্ডে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ দলের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে, সভাস্থলের প্রায় একশ গজ দূরে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তোতা মিয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ মোতায়েন রয়েছে। এব্যাপারে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফিজুর রহমান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ শুক্রবার একই সময় সমাবেশ ডাকায় টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলার কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ আদেশ জারি করা হয়।

 

নিউজবাংলা/একে