আরজে প্রত্যয়ের লাশ উদ্ধার
নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:
ঢাকা: রাজধানীর রূপনগর থানাধীন শিয়াল বাড়ি আবাসিক এলাকার একটি বাসা থেকে সামিউল কবীর প্রত্যয় (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এবিসি রেডিওতে জকি (আরজে) হিসেবে কাজ করতেন।
শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। ঈদের ছুটিতে তিনি একাই বাসায় ছিলেন বলে জানা গেছে।
রূপনগর থানার ডিউটি অফিসার এসআই শিরিন জানান, খবর পেয়ে পুলিশ রূপনগর আবাসিক এলাকার ২/১ নম্বর রোডের ৩/১ নম্বর নিজ বাসার তৃতীয় তলার ফ্লাটে তার কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় লাশটি ফোলা ও নাকে-মুখে শুকানো রক্তের দাগ ছিল। তবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলা/একে