নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:

ঢাকা: বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার গভীর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের চলচ্চিত্র ও বিনোদন জগতের এই সাংবাদিক। দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আওলাদ হোসেন ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতির ছিলেন।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, মোহাম্মদ আওলাদ হোসেনের দীর্ঘ তিরিশ বছরের কর্মজীবন একজন নিবেদিতপ্রাণ প্রতিভাবান সাংবাদিকের জীবনছবি। বিনোদন সাংবাদিকতায় তার অনন্য অবদান দেশের গণমাধ্যমজগতে স্মরণীয় হয়ে থাকবে।

 

নিউজবাংলা/একে