প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবে দুই সিটি করপোরেশন
নিউজবাংলা-শুক্রবার, ০২ অক্টোবর:
ঢাকা: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দিবে ঢাকার দুই সিটি করপোরেশন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আগামী ৫ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরি কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পাওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেয়া আমাদের দায়িত্ব। এটা বাংলাদেশের জন্য বিরাট এক অর্জন।
নিউজবাংলা/একে