নিউজবাংলা: ৮ অক্টোবর, বৃহ.বার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-শায়েস্থাগঞ্জ সড়কের ভাঙ্গারপুলে চোরাইকৃত পাওয়ার টিলার গাড়ী বহর করে নিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহরের ভাঙ্গারপুল বাইপাস সড়ক দিয়ে ১টি পিকআপ ভ্যানে করে চোরাইকৃত পাওয়ার টিলার নিয়ে যাচ্ছে চোরেরা।
এ সময় খবর পেয়ে ডিবি’র ওসি মোকতাদির হোসেন এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাওয়ার টিলারসহ দুই যুবককে আটক করে ডিবি পুলিশ। এসময় অন্য চোরা পালিয়ে যায়। আটককৃতরা হলো, সদর উপজেলার আনন্দপুর এলাকার মৃত ইউনুছ আলীর পুত্র ফজল মিয়া (২৯) ও একই এলাকার মৃত মগল মিয়ার পুত্র আব্দাল মিয়া (২৪)।
এব্যপারে পাওয়ার টিলার এর মালিক বড় বহুলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মোঃ আব্দুল কদ্দুস বাদি হয়ে আটকৃত ২জনসহ ৭ জনের বিরোধে সদর থানায় ১টি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হল- সাইদুর (২৫), নাছির(২২), সাইফুল (২৮), মোতালিব মিয়া (৩০), নুর উদ্দিন (২৭)।

নিউজবাংলা/একে